Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
নীলফামারী জেলায় ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩’ উদযাপন
বিস্তারিত

নীলফামারী জেলায় ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস -২০২৩’ উদযাপন


‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক জনাব পঙ্কজ ঘোষের নির্দেশনায় জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ০৬ অক্টোবর ২০২৩ সকাল ০৯.০০ ঘটিকায় বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরেই আনুমানিক ৪০০ (চারশত) লোকের সমন্বয়ে এক বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, উপপরিচালক, স্থানীয় সরকার, নীলফামারী । এছাড়াও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারী, এনজিও কর্মী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগণ উক্ত র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন। 

উন্মুক্ত আলোচনা সভায় ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদে দুই মাস অন্তর অন্তর সভা করার পরামর্শ প্রদান করা হয়। সভার মাধ্যমেই সকল বিভাগের সহযোগিতা পাওয়া যাবে এবং ০-৪৫ দিনের মধ্যে জন্ম ও জন্ম নিবন্ধন সম্পন্ন করা সম্ভব হবে মর্মে আলোচনা হয়। ভূমিষ্ট শিশুদের টিকা গ্রহণের সময় টিকা কার্ডে সঠিক নাম অন্তর্ভুক্তির বিষয়টি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের বিশেষ করে টিকাদান কর্মসূচিতে যুক্ত কর্মীর সহযোগিতা বিশেষ প্রয়োজন মর্মে সভায় আলোচনা করা হয়। পরিশেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনের বিষয়ে সকলের সহযোগিতা চেয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ডাউনলোড
প্রকাশের তারিখ
06/10/2023
আর্কাইভ তারিখ
30/10/2023